ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হয়েছে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ফাইনালে
গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা প্রতিযোগিতার ফাইনালে ২-০ গোলে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস শামসুন্নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
উল্লেখ্য যে, পৌরসভার ২০ টি প্রাথমিক বিদ্যালয় কে নিয়ে গত ৩০ মে থেকে শহরের দশটি বিদ্যালয় এর মাঠে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
What's Your Reaction?