ফরিদপুরে বন্যার্তদের সহযোগিতার জন্য নাটক মঞ্চস্থ
ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বন্যার্তদের সহযোগিতার জন্য নাটক মঞ্চস্থ হয়েছে।
শুক্রবার রাতে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে খেয়া
সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর প্রযোজিত পল্লীকবি জসীমউদ্দীনের স্নেহধন্য প্রখ্যাত লোকগানের শিল্পী হাজেরা বিবি বয়াতির জীবন ও কর্ম নিয়ে নির্মিত একক অভিনীত মঞ্চ নাটক,জীবনের গান মঞ্চস্থ করা হয়।
এতে অভিনয় করেন রূপকথা আহমেদ।
নাটকের রচনা ও নির্দেশনা দেন ম আহমেদ নিজাম । এতে সমন্বয়কারী ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই নাটক উপভোগ করেন । নাটক থেকে সংগৃহীত অর্থ সামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।
What's Your Reaction?