ফরিদপুরে বয়াতি আবুল সরকার এর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক  শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 28, 2024 - 19:34
 0  3
ফরিদপুরে বয়াতি আবুল সরকার এর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক  শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে বয়াতি আবুল সরকারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক  শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়। 
ফরিদপুরে  বয়াতি ফকির আবুল সরকার কর্তৃক
পবিত্র কোরআনের আয়াতের মনগড়া ব্যাখ্যা, কাবা শরীফ ও হুজুরের আসওয়াদ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে 
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ফরিদপুর ওলামা মাশায়েক পরিষদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুব আন্দোলনের ফরিদপুর জেলা শাখা সভাপতি মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকার কে নিঃশর্ত ক্ষমা চেয়ে পুনরায় ঈমান আনার আহ্বান জানান এবং সাথে সাথে আইন প্রয়োগকারী  সংস্থাকে আবুল সরকারকে আইনের আওতায় আনার অনুরোধ করেন। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেয় প্রদান করেন। 
এর আগে শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদ থেকে ‌ বাদ আসর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের  সামনে এসে ‌ শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow