ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 20, 2025 - 20:57
 0  9
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিউ স্টার কাবাব কনফারেন্স হলে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী (বাহিরদিয়ার হুজুর)। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা হেলালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শরাফাত হুসাইন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা, সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া, মধুখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা এহসান আলী, সালথা উপজেলা শাখার সভাপতি মুফতী মুফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক মজলিস সভাপতি মুফতী নুরুল ইসলাম, জমিয়ত জেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, খেলাফত আন্দোলন জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow