ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 4, 2025 - 16:39
 0  3
ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ফরিদপুর জেলা শাখার দ্বিতীয়বারের মতো কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) শহরের কবি জসিম উদ্দিন হল সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক অজয় কুমার করের সভাপতিত্বে কর্মীসভায় সঞ্চালনা করেন সদস্য সচিব অরূপ কুমার চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সুখদেব কুমার রায়, যুগ্ম আহ্বায়ক সাধন মণ্ডল, অ্যাডভোকেট অর্চনা দাস, সঞ্জয় কুমার সাহা ও বাবলু কুমার রায়।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, আগামী এক মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও উপজেলা কমিটির সম্মেলন আয়োজন করা হবে, যার মাধ্যমে জেলা কমিটিও পুনর্গঠিত হবে। যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বক্তারা ধর্মীয় আচারের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, কর্মীসভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফরিদপুর জেলার নয়টি উপজেলায় পূজা উদযাপন ফ্রন্টের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow