ফরিদপুরে বাম গনতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে বাম গনতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ফরিদপুর জেলার উদ্যোগে ভারতের বাংলাদেশের দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননাকারী দের শাস্তি উভয় দেশের জনগণের ঐক্য গড়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বলেন, " বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ- খ্রিস্টান সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ভারতের কিছু সাম্প্রদায়িক মানুষ নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করছে। এই শান্তিপূর্ণ দেশে দাঙ্গা বাধানোর পরিকল্পনায় মত্ত৷ কিন্তু এদেশের শান্তিপ্রিয় মানুষ তাদের উস্কানিতে পা দিবে না। এছাড়া ভারতে বাংলাদেশ দুতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানান৷ অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা গ্রহণের আহ্বান জানান। ভারত-বাংলাদেশ দুই দেশের জনগণের মাঝে ঐক্য গড়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানান।এছাড়া ভারত সরকারকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করার আহবান জানানো হয়।
What's Your Reaction?