ফরিদপুরে বিএনপিকে সুসংগঠিত করতে কর্মীসভা
ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া স্কুল মাঠে কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাজু তালুকদার।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ জুয়েল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি নেত্রী শামা ওবায়েদ এর দিক নির্দেশনায় নগরকান্দা- সালথায় বিএনপিকে সুসংগঠিত করার কর্মসূচী বাস্তবায়নে ছাত্রদলের নেতা কর্মীরা অগ্রনী ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ।
What's Your Reaction?