ফরিদপুরে বিএনপির প্রতিবাদ ও সংহতি র‍্যালি, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির বার্তা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 10, 2025 - 19:20
 0  2
ফরিদপুরে বিএনপির প্রতিবাদ ও সংহতি র‍্যালি, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির বার্তা

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আজ বিকালে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে একটি প্রতিবাদ ও সংহতি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় এবং এটি গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করার লক্ষ্যে ছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, পরে শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ র‍্যালি আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রতন, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন এবং মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ। তাদের মধ্যে প্রধান বক্তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, "ইসরাইলি বাহিনী গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালাচ্ছে, যার ফলে হাজার হাজার নারী, শিশু, এবং পুরুষ নিহত হচ্ছে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল এবং ফরিদপুরবাসী একত্রিত হয়েছে ফিলিস্তিনিদের প্রতি আমাদের সংহতি জানাতে। আমরা বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি, যেন ইসরাইলকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়।"

এ কর্মসূচিতে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow