ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 25, 2025 - 22:08
 0  3
ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের  উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় ‌শহরের জনতা ব্যাংকের মোড়ে ‌আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ , লুটপাট দুর্নীতি, চাঁদাবাজ ‌ অর্থ পাচারকারীদের বিচার , সাম্প্রদায়িকতা রোধ, কৃষি উপকরণসহ ‌ নিত্য প্রয়োজনীয় ‌দ্রব্যমূল্যের দাম কমানো ‌ ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 সংগঠনের সভাপতি আব্দুল কাদের আজাদ এর সভাপতিত্বে ‌ এ সময় অনুষ্ঠানে ‌ বক্তব্য রাখেন ‌ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ‌ নজরুল ইসলাম ‌, ফরিদপুর জেলা কমিটির সদস্য ‌ শহিদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির নেতা ‌ নজরুল ইসলাম,‌ সাংবাদিক হাসানুজ্জামান ‌ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর‌ সদস্য ‌ কমরেড কাজী ফিরোজ ‌ প্রমূখ।

সভায়  বক্তারা ‌ অন্তবর্তী কালীন ‌ সরকারকে  অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে  জনগণের কাছে ‌ ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। তারা বলেন ‌
সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না ‌। এদেশের মানুষ ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চায়। আর তাই অবিলম্বে সংসদ নির্বাচন দাবি করেন তারা। 
বক্তারা বলেন সেই দলই ক্ষমতা আসুক না কেন ‌ একটা ‌ সুষ্ঠ নির্বাচনের নির্বাচনে মধ্য দিয়ে ‌ জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। 
তারা বলেন ‌যে অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেগুলো ফিরে আনতে হবে ‌। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ‌ অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বৃদ্ধিতে ‌ সাধারণ মানুষ  হতাশার মধ্যে জীবন যাপন করছে। আর তাই অবিলম্বে বন্ধ মিলকারখানা চালু করুন এবং দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। 
বক্তারা আগামী দিনের লড়াই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকার ‌থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow