ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের পথসভা অনুষ্ঠিত
ফরিদপুর বিপ্লবী কমিউনিস্ট লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, লুটপাট দুর্নীতি চাঁদাবাজ অর্থ পাচারকারীদের বিচার, সাম্প্রদায়িকতা রোধ, কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কমানোর দাবিতে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আবদুল কাদের আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
জেলা কমিটির সদস্য কমরেড শহীদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সাংবাদিক কমরেড হাসানুজ্জামান, অধ্যক্ষ আব্দুল কাদের শেখ রাজবাড়ী জেলা কমিটির সদস্য, সুশান্ত রায় সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা।
পথসভায় বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। এছাড়া দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, দেশের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, আইন-শৃঙ্খলার উন্নতি বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা, দ্রব্যমূল্য স্থিতিশীলতা , এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করা হয়।
একই সাথে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
What's Your Reaction?