ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 5, 2024 - 11:50
 0  10
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত 

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল দশটায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে এ উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ইয়াছীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঈদ আনোয়ার উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত। 
বক্তারা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ থেকে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 
বক্তারা বলেন পরিবেশ বিপর্যয়ের কারণে গাছপালা নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, বিভিন্ন জলাশয় নষ্ট হচ্ছে, এর কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। যা অত্যন্ত ক্ষতিকর। বক্তারা বলেন দ্রুত নগরায়নের জন্য আমাদের জলাশয় গুলো ভরাট হয়ে যাচ্ছে, সেখানে বহু তল ভবন গড়ে উঠছে। প্রতিবছর কৃষি জমি হারাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে  পাঁচ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন কমে যাবে। আমরা কৃষি জমি রক্ষা করতে পারছি না। জলাশয় গুলো রক্ষা করতে পারছি না। পরিবেশ রক্ষায় তেমন কোনো দৃশ্যমান কাজ দেখা যাচ্ছে না। বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে  সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায়  গুলো তুলে ধরেন এজন্য তাদের ধন্যবাদ। আর তাই  পরিবেশ রক্ষায় এখন থেকে সচেতন হবে। এক্ষেত্রে শুধু প্রশাসন বা পুলিশ নয় নিজেরাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।
 সভায় আগামী ৯ জুন থেকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ এক লক্ষ ২৫ হাজার চারা  লাগানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় পুরস্কৃত দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কবি জসীমউদ্দীন হলে সামনে এসে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow