ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবস পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 20, 2024 - 18:27
 0  3
ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবস পালিত 

ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবসপালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল আহসান তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই'র উপ পরিচালক ‌ তালাত মাহমুদ,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিএসটিআইয়ের প্রকৌশলী ‌এস এম সোহরাব হোসেন, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক আলেয়া খাতুন।
সভায় বক্তারা বিশ্ব মেট্রলজি দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, শুধু ব্যবসা নয় ক্রেতাদের সেবার মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের কাজ করতে হবে। বক্তারা বলেন, শুধু কিছু টাকা লাভের জন্য ক্রেতাদের সাথে প্রতারণা না করে, একটু কষ্ট হলেও ভালো মানের মানসম্মত পণ্য বিক্রি করার কথা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow