ফরিদপুরে বিশ্ব শিশু দিবস উপলক্ষে খেলা ঘরের মানববন্ধন অনুষ্ঠিত
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ঘরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় শহরের খেলাঘর নিজস্ব অফিসের সামনে
গাজায় শিশু হত্যা বন্ধের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খেলা ঘরের সদস্য জোবায়ের স্বপন, নুর আব্দুল্লাহ সাঈদ দাড়া, সজল বাড়ৈ, অর্চনা সাহা , সহ খেলাঘরের অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা গাজায় অবিলম্বে শিশু হত্যা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন আজকে যারা শিশু আগামীকাল তারা দেশের ভবিষ্যৎ।
আর তাই শিশুদের ভালোভাবে গড়ে তুলতে হবে । তারা যাতে লেখাপড়া করতে পারে সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এ ব্যাপারে অন্তবর্তী কালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান।
What's Your Reaction?