ফরিদপুরে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 1, 2024 - 19:43
 0  5
ফরিদপুরে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন 

ফরিদপুরে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের  উদ্যোগে ‌শনিবার ‌মহাত্মা ডঃ ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৯ তম জন্মজয়ন্তী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস এবং গুনী চিকিৎসক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সহ-সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক সাবেক অধ্যক্ষ ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও  বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাসুদা বেগম বুলু, ডাক্তার ময়না বাড়ৈ, ডাক্তার মোঃ দুলাল হোসেন, ডাক্তার আব্দুল মজিদ, ডাক্তার মোঃ বদিউজ্জামান, ডাক্তার গুরুপদ দাস, ডাক্তার লক্ষণ চন্দ্র মন্ডল,‌ ডাক্তার মোঃ আমিরুল হক বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন  ডাক্তার মোঃ আব্দুস সালাম শেখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার সমীর কুমার রায়। 
অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন হোমিওপ্যাথি চিকিৎসার ‌ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ চিকিৎসার মাধ্যমে যেকোনো জটিল ও কঠিন রোগ চিরতরে নির্মূল করা সম্ভব। পরবর্তী পর্বে ‌ সাংস্কৃতিক অনুষ্ঠান ‌ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow