ফরিদপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 21, 2024 - 18:34
 0  13
ফরিদপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ‌
ফরিদপুরের পুলিশ সুপার মো: আব্দুল জলিল পিপিএম,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছীন কবীর,
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,
 ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, সহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক  দল ও তার অঙ্গ সংগঠনের ‌ নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
এই সময় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিম্নে উল্লেখিত কর্মসূচিসমূহ ঘোষণা করা হয়। এর মধ্যে ‌১৪ ডিসেম্বরে শহীদ  বুদ্ধিজীবীদের গণকবরে শ্রদ্ধা, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তপোধ্বনির মাধ্যমে দিবসটি শুরু, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় গোয়ালচামটে পুষ্পস্তবক  অর্পণ, দশটায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় জেলা পরিষদের জসিম উদ্দিন হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন, চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হবে। 
এছাড়া ১৬ ডিসেম্বর তিন দিনব্যাপী 
 আম্বিকা ময়দানে বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow