ফরিদপুরে বৈশাখী টিভি ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে কেক কাটা ও রেলির মধ্য দিয়ে বৈশাখী টিভি র জন্মদিন পালন করা হয়।
সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ২০ বছরে এই স্লোগানের মধ্যে দিয়ে বৈশাখী টিভির জন্মদিন পালিত হয়েছে।
সময় এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি তামিম ইসলাম সংক্ষিপ্ত রেলি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস সহ-সভাপতি মাহবুব পিয়াল এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আহত শিক্ষার্থী রামিম ও অংকন সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন বৈশাখী টিভি গত ২০ বছর যাবৎ সংবাদের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে দর্শকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তারা সব সময় নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই টেলিভিশনের প্রত্যেকটা অনুষ্ঠান মানসম্মত আগামীতে এই টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
What's Your Reaction?