ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সামচুর লাশ উত্তোলন

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 23, 2024 - 17:57
 0  3
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সামচুর লাশ উত্তোলন

ফরিদপুরে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সামচু মোল্যার লাশ  ময়নাতন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের আলিপুর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত সামচু মোল্যার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে সামচু মোল্লার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের জন্য আজ লাশ উঠানো হচ্ছে।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ, পুলিশ এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
নিহতের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ই আগস্ট বিকেলে বৈষম বিরোধী  ছাত্র আন্দোলনে শহরের  থানা মোড়ে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 
উল্লেখ্য গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফরিদপুর শহরের থানার মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাস চালক সামচু মোল্লা। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow