ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া নিয়ে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সোহেল রানার সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া নিয়ে একটি কফিন মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত কফিন মিছিলে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাইফ খান, মেহেদী হাসান, আনিসুর রহমান সজল, কাজী রিয়াজ, সাধারণ ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।
কফিন মিছিল শেষে বক্তারা বলেন " গাজীপুরে আমাদের যে ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ এখনো অবাধে চলাচল ও ঘোরাফেরা করছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যতদিন না পর্যন্ত সকল সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা না হচ্ছে ততদিন ছাত্র জনতা মাঠে উপস্থিত থাকবে।
What's Your Reaction?






