ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা একটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার দ্বিতীয় শ্রেণীর কর্মচারী আলিপুর নিবাসী মোঃ মামুন এর চাকরি বহাল রাখার জন্য চাঁদা বাবদ ১০ লক্ষ টাকা দাবি এবং তাকে শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদ করায় ফরিদপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনিকে হত্যার হুমকি দাতা ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর গ্রেপ্তারের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জনি শেখ, মোঃ সাগর আহমেদ , ও তানিয়া সুলতানা।
বক্তব্যে নেতৃবৃন্দ মোজাম্মেল হোসেন মিঠুর বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরপর একটা মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর পৌরসভার পাশে গিয়ে শেষ হয়।
What's Your Reaction?