ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে এ উপলক্ষে পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। এতে কীর্তন পরিবেশন করেন গোপেশ মোহন্ত। এ এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে
আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন ফরিদপুর।
এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে সাতটায় হরিনাম সংকীর্ত্তন, আটটায় পাট কীর্তন, বিকেল চারটায় বিশ্ব শান্তি কল্পে বৈদিক হোম যজ্ঞ এরপর রাত ৮ টায় ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক ও রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয় । এছাড়া মঙ্গলবার বেলা ১১ টায় ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী
প্রভুপাদের ১২৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক ও পূজা ও পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এরপর দুপুর ২ টায় নন্দ উৎসবের মহা প্রসাদ বিতরণ করা হয়।
What's Your Reaction?