ফরিদপুরে ভলভো ব্যাটারির সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 2, 2025 - 21:18
Jan 2, 2025 - 21:20
 0  8
ফরিদপুরে ভলভো ব্যাটারির সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ 

ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারীর সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার পরিক্ষীতপুর এলাকায় আলতু খান জুট মিলের অভ্যান্তরে অবস্থিত এ সিসা কারখানায়  দুর্ঘটনা ঘটে।
আহত ৩ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, বৃহস্পতিবার দুপুরে ব্যাটারী তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রাম এর মধ্যে সিসা প্রক্রিয়া করনের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কি কারনে, বা কি ভাবে রোটারি ড্রাম বিস্ফোরণ হয় তা প্রাথমিক ভাবে জানা 
যায় নি।
আহত শ্রমিক হলেন, উপজেলার মেছোরদিয়া গ্রামের মো: শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) এবং চাঁনপুর গ্রামের বিপ্লব(৩৪)। 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা: আকাশ হোসেন জানান, বিকাল ৪ টার কিছু পরে সিসা কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত  তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  তাদের শরীরে ৬৫-৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এস নুরুজ্জামান বিস্ফোরণের বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে সিসা কারখানায়  বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow