ফরিদপুরে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 17, 2025 - 22:19
 0  7
ফরিদপুরে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা

ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামে একজনকে ফরিদপুরে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর ১৫ আর ই ব্যাটালিয়নের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুঙ্গলি গ্রামে। তিনি মৃত আলেফ মণ্ডলের ছেলে।

জানা গেছে, মধুখালীর ২৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মেজর’ পরিচয়ে আমিনুলের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী অভিযোগ করেন, গত রমজানে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা নেন, যা পরে আর ফেরত দেননি।

পরবর্তীতে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমিনুলকে ফরিদপুরে আসতে বলেন ওই তরুণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন তিনি।

গ্রেপ্তারের পর আমিনুলকে ফরিদপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয় এবং পরে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow