ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটকে পুলিশের সোপর্দ করল ব্যবসায়ীরা 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 14, 2024 - 11:00
 0  10
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটকে পুলিশের সোপর্দ করল ব্যবসায়ীরা 

ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট শাহরিয়া জামান ‌(৫১) কে আটক করে পুলিশের সোপর্দ করেছে ব্যবসায়ীরা।

 বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে বুধবার ফরিদপুর সদর উপজেলার মমিনখারহাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহারিয়া জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখারহাট বাজারে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে শাহারিয়া জামান দোকানের বিভিন্ন লাইসেন্স দেখতে চান। এরপর দোকানের ভেতরে প্রবেশ করে নানা অনিয়ম খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিক আশিকুর রহমানকে জানান বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক পর্যায়ে দোকান মালিক শাহারিয়া জামানকে‌ ১ হাজার টাকা দেন।
পরে দোকান মালিক তার কাছে রসিদ চান। এ সময় শাহারিয়া জামান কোনো রসিদ দিতে না পারায় ওই মালিক বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন। এসময় তার মিথ্যা পরিচয় প্রকাশ পায়। পরে ৯৯৯ নম্বরে এ কল দেওয়া হলে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আশিকুর রহমান  বলেন, আমার প্রথম থেকেই ওনাকে দেখে সন্দেহ হচ্ছিল, রশিদ দিতে না পারায় তখন নিশ্চিত হলাম উনি ম্যাজিস্ট্রেট না। এছাড়া যখন ম্যাজিস্ট্রেট বের হন তখন তার সঙ্গে পুলিশসহ অন্যরাও থাকে। উনি একাই এসেছিলেন। পরে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে এনে উনাকে জিজ্ঞাসাবাদ করলে তখন তিনি মিথ্যা পরিচয়ের কথা স্বীকার করেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ শাহারিয়া জামানকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি বিভিন্ন এলাকায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow