ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুটি প্রতিষ্ঠানকে জরিমানা 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 12, 2024 - 16:05
 0  7
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুটি প্রতিষ্ঠানকে জরিমানা 

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ফরিদপুর জেলায় সর্বস্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার জন্য এবং খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করণে জেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার ‌এই অভিযান পরিচালিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক  মোঃ কামরুল আহসান তালুকদার এরআনির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আলী সিদ্দিকীর পরামর্শক্রমে,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূঝহাত তাবাসসুম এর যৌথ নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে আইনগত বিধিনিষেধ প্রতিপালনের ক্ষেত্রে পরামর্শ প্রদান করে সচেতন করা সত্ত্বেও বিভিন্ন অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লংঘন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং অন্য একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা,মোট পাঁচ হাজার টাকা  রাষ্ট্রের প্রচলিত সংশ্লিষ্ট  আইন অনুযায়ী তাৎক্ষণিক অর্থ দণ্ড আরোপ ও আদায় করা হয়। 

প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। 
একই সময়ে দুইটি কোর্টের পেশকার হিসাবে দায়িত্ব পালন করেন সাইমুন হোসেন হিরু এবং মোঃ সাদ্দাম হোসেন।  বেঞ্চ সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফুর রহমান এবং মোঃ ইয়ামিন হোসেন। 
 আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারীতি দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম। 
জন স্বার্থে খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ধরনের মোবাইল কোর্ট যথারিতি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow