ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মন ইলিশ মাছ জব্দ
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খা’র বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
এ সময় একজন জেলেকে আটক করে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে এনে তাদের মাঝে বিতরণ করা হয় ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরেও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?