ফরিদপুরে মরহুম হাসিবুল হাসান (হাসিব মিয়া) শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 9, 2025 - 22:03
 0  2
ফরিদপুরে মরহুম হাসিবুল হাসান (হাসিব মিয়া) শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু 

ফরিদপুরে মরহুম হাসিবুল হাসান (হাসিব মিয়া) শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ফরিদপুর শহরের লালের মোড়ে দক্ষিন টেপাখোলায় ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ‌মরহুম ‌
মহিউদ্দিন আহমেদ ‌এর পুকুর পাড়ে নকআউট পদ্ধতিতে ‌এই টুর্নামেন্ট শুরু হয়েছে ‌।
এতে মোট ‌বারোটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। 
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মরহুম নিবিড়  স্মৃতি একাদশ ৫৬ জসিম স্মৃতি একাদশ কে ‌পরাজিত করে ‌প্রতিযোগিতার ‌শুভ সূচনা করেন। 
এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন ‌বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বেলালুর রহমান মনু। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ‌মুফতি দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ‌স্থানীয় বাসিন্দা মোঃ কাবুল মিয়া, মেজবাউল হক শাহীন, মোহাম্মদ জিলু মিয়া, মোঃ শরীফ আহমেদ, মোঃ হান্নান মিয়া বাদশা মিয়া, আয়নাল প্রামানিক, ইলিয়াস হোসেন মোল্লা ‌, সাবেক বাংলাদেশ হকি দলের অধিনায়ক মোঃ ইসা মিয়া, রেইন ফরেস্টের কর্ণধার ‌ সুহাশ হাসান , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ‌ মোহাম্মদ মিরাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‌ ছাত্র ‌ প্রতিনিধি ‌ আব্দুল কাইয়ুম ‌, ডাক্তার হাসান ইমতিয়াজ লিপু, মোহাম্মদ সেন্টু মিয়া, সৈয়দ মিঠু, সুমন মোল্লা , শেখ খসরু  মাহমুদ। এ ছাড়া  অনুষ্ঠানের  উপস্থিত ছিলেন মরহুমের বড়  সন্তান  ‌ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসান। সার্বিক সহযোগিতায় রাহুল ও সংলাপ ‌বাবু শোভন হৃদয় রিমন সহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ‌ এই খেলা উপভোগ করেন।
গুরুত্বপূর্ণ খেলা গুলি পরিচালনা করেন ‌আম্পায়ার ‌মোঃ মিলন শেখ, মোহাম্মদ শরীফ, ভাষ্যকার ‌মাসুদুর ‌ রহমান। ‌
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি ও  ‌১২০০০‌ এবং রানার আপ ৮০০০ টাকা ‌ও  ট্রফি ‌ ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে কমিটির সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow