ফরিদপুরে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 23, 2025 - 18:00
 0  3
ফরিদপুরে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকারদের ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু আলী, ফিল্ড কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান, মডেল কেয়ারটেকার মাহমুদুল হাসান, শিক্ষক প্রতিনিধি কবির হোসাইন, মধুখালী উপজেলার শিক্ষক মুফতি মনিরুজ্জামান, নগরকান্দা উপজেলার মাওলানা মো. হেদায়েতুল্লাহ, বোয়ালমারী উপজেলার শিক্ষক আবু দাউদ খান ও মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "৯০% মুসলিম অধ্যুষিত এই দেশে আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের বেতন বন্ধ রাখা হয়েছে। মাত্র ৫,০০০ টাকা বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।" বক্তারা আরও বলেন, আসন্ন ঈদের আগেই সকল বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসা ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

তাদের পাঁচ দফা দাবি হলো, আউটসোর্সিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের বেতন স্কেলভুক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে এবং আসন্ন ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও অন্যান্য জনবলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

বক্তারা ইসলামী ফাউন্ডেশনকে রাজস্ব খাতে নিয়ে সরকারীকরণের দাবিও জানান। এছাড়া, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আউটসোর্সিং মুক্ত করার জন্য বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। পরে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow