ফরিদপুরে মেহগনি বাগান থেকে থেকে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ফরিদপুরে মেহগনি বাগান থেকে লাবু শেখ (৫২) এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান সাড়ে দশটা থেকে যে কোন সময় ফরিদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড এর উত্তর আলীপুর জনৈকা সালমা বেগম এর মেহগনি বাগানের মধ্যে উক্ত রিকশাচালক লাবু শেখ(৫২),পিতা-মৃত রাজ্জাক শেখ, মাতা-শিরিন বেগম, সাং-কাফুরা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, গলার লাইলনের কালো রঙের রশি দিয়ে আত্মহত্যা করেন।
তিনি মোঃ ফরিদ খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে ভাড়া থাকতেন। তিনি একা থাকতেন এবং বিয়ে করেন নাই । তিনি রিকশা চালিয়ে জীবন ধারণ করতেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করেন ।
What's Your Reaction?