ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের  মৃত্যুদণ্ড 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 29, 2024 - 18:35
 0  7
ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের  মৃত্যুদণ্ড 

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের  মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।  চরভদ্রাসনে আউয়াল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে শিমুল (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ঘোষণা প্রদান করে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামে এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow