ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার জঙ্গুরদী পূর্বপাড়ায় মাহাবুবুর রহমান মন্জু মুন্সির বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশী অস্ত্র ও আগ্নেঅস্ত্র (এয়ারগান) উদ্ধার করা হয়েছে, এবং একই পরিবারের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, জুবায়ের হোসেন হিমেল (৩০), পিতা মাহাবুবুর রহমান মন্জু (৫৮), মাতা হামিদা বেগম (৫০), এবং বোন নাজিবা আক্তার (৩৫)।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ আসামীদের গ্রেফতার করেছে। তারা জানান, আসামীদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?






