ফরিদপুরে লাগেজ ভর্তি লাশ উদ্ধারের রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Jan 30, 2024 - 16:07
 0  369
ফরিদপুরে লাগেজ ভর্তি লাশ উদ্ধারের রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার 

ফরিদপুরে লাগেজ ভর্তি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি জানান, টাকাপয়সা লেনদেনের জের ধরে মিলন প্রামাণিক (৩৯) কে শ্বাসরোধ করে হত্যা করে রেজিনা আক্তার (৩২)। গ্রেফতার হওয়া আসামি রেজিনা একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অবশেষে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া পতিতা পল্লীতে অবস্থান করে। সেখানে মিলন প্রামাণিকের সাথে টাকাপয়সা লেনদেনের জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে রেজিনা। অতঃপর লাগেজে ভরে ফরিদপুরে ফেলে যায় রেজিনা নিজেই । 

পুলিশ সুপার আরোও জানান, নিহত মিলন প্রামাণিক পাবনা জেলা সদরের গোহাইল এলাকার কাশেম প্রামাণিকের ছেলে। মিলন প্রামাণিক ইটের ভাটায় কাজ করতে পাবনা থেকে রাজবাড়ি জেলায় এসেছিলো।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সকালে জেলা শহরের নতুন বাসস্টাণ্ডে একটি অজ্ঞাত লাগেজ পড়ে থাকা দেখে ৯৯৯ এ কল করেন স্থানীয়া। খবর পেয়ে উপস্থিত হন কোতয়ালি থানা পুলিশ। এসময় তালা ভেঙ্গে লাগেজের ভিতর একটি মৃত দেহ দেখতে পায় পুলিশ। এখবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ মোর্শেদ আলম। অতঃপর আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি চৌকস টিম ঘটনার দুদিনের মধ্যে আসামি রেজিনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow