ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ফরিদপুর সদর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে (১ অক্টোবর) মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম বাশারুল আলম বাদশা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর জেলার আহবায়ক নিতাই রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, কোতয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট চিরঞ্জীব রায়, সাংগঠনিক সম্পাদক উজ্বল সরকার, সাংবাদিক নিরঞ্জন মিত্র প্রমুখ।
এসময় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বয়ংসম্পূর্ণ করাই আমাদের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বিশেষ নিরাপত্তার স্বার্থে সদর উপজেলার ইউনিয়নের সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান। সভায় সদর উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমাদের পূজা মণ্ডপে
ধর্মীয় গান ব্যতীত কোন ডিজে গান চলবে না। মনে রাখতে হবে আমাদের মাকে আমাদের রক্ষা করতে হবে। প্রশাসনকে শুধু পাশে দেখতে চাই। যেখানে প্রশাসনের নিরাপত্তা নাই। সেখানে আমারা নিরপদ চাই কি করে। সেই জন্য ৯ টা থেকে ১০ টার মধ্যে প্রতিমা বিসর্জ্জন দিয়ে দেওয়ার কথা
সিধান্ত নিয়েছেন তারা।
উল্লেখ্য, এই বছর ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় মোট ১৯৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অবস্থিত মোট ৯৪ টি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১০১ টি দূর্গা পূজামন্ডব রয়েছে।
What's Your Reaction?