ফরিদপুরে শিক্ষা সপ্তাহ ২০২৪ এ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মোঃ হারুনার রশিদ
শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এম এ আজিজ হাই স্কুলের গণিত এর সিনিয়র শিক্ষক মোঃ হারুনার রশিদ। দীর্ঘ ২৪ বছর তিনি একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষা এবং শিক্ষার্থীর কল্যাণে নানাবিধ সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি শিক্ষাবিদ এ বি এস আহাম্মেদ আলি ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য, স্থানীয় সাপ্তাহিক বাতায়ন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং দৈনিক সমকালের পাঠশালা পাতার একজন নিয়মিত লেখক। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি বি এড, এমএড ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি পদ্ধতিগত পাঠদানে অত্যন্ত দক্ষ। তিনি নতুন কারিকুলামের একজন দক্ষ মাস্টার ট্রেইনার এবং ঢাকা বোর্ডের একজন প্রধান পরীক্ষক। শ্রেষ্ঠ এই শ্রেণী শিক্ষক অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, হোম ভিজিট, শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি কাজে সক্রিয় থাকেন।
ভিষণ ২০৪১ এসডিজি-৪ সামনে রেখে তিনি গণিত, অলিমিয়ার্ড,বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ বিতর্ক উৎসব ইত্যাদি টেকসই এবং উদ্বাবনী মূলক কাজে সম্পৃক্ত থাকেন। তার রচিত 'গণিত যখন বিনোদন' "শিক্ষায়-জ্ঞান- দক্ষতা -দৃষ্টিভঙ্গি" এবং কাব্যগ্রন্থ "ফেলে আসা দিন" পান্ডুলিপি আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
তিনি শিক্ষক বাতায়ন, মুক্তপাঠের সক্রিয় সদস্য। এছাড়া ১৩ টি বিষয় বিবেচনায় তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
What's Your Reaction?