ফরিদপুরে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 26, 2024 - 12:34
Feb 26, 2024 - 12:37
 0  25
ফরিদপুরে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান,লাখ টাকা জরিমানা

ফরিদপুরে একটি শিশু খাদ্য প্রস্ততকারক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের "দিব্য ফুড প্রোডাক্টস" নামে একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকারক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‌ মেয়াদ উত্তীর্ণ ‌খাদ্য ও কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো.বজলুর রশীদ খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো.বজলুর রশীদ খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এব্যাপারে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বলেন, জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। 
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় "দিব্য ফুড প্রোডাক্টস" নামে একটি খাদ্য পণ্য প্রস্তুত কারখানায় অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক তাৎক্ষণিক এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে ব্যাপক পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow