ফরিদপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 25, 2024 - 11:14
 0  15
ফরিদপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি

ফরিদপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ‌টি-টোয়েন্টি ‌ ক্রিকেট প্রতিযোগিতা। শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত রবিবার সকালে নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ‌ ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ‌কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।
এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন ‌।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু খেলোয়াড় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা ‌বলেন হকির ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেজন্য এখন থেকেই কাজ করতে হবে। বক্তারা বলেন ফরিদপুর একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হবে এবং সেখানে ‌আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হবে। পর্যায়ক্রমে ব্যাডমিন্টন ভলিবল সহ বিভিন্ন ইভেন্টের খেলা গুলি অনুষ্ঠিত হবে। বারো মাসে যতগুলি খেলা আয়োজন করা সম্ভব সেগুলোর আয়োজন করা হবে। এবং প্রত্যেক মাসে যাতে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয় তার উদ্যোগ নেওয়া হবে। এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় মধুখালী উপজেলা দল মোকাবেলা করে ‌নগরকান্দা উপজেলা বিপক্ষে। দিনের দ্বিতীয় খেলার মোকাবেলা করবে ফরিদপুর পৌরসভা বনাম সদরপুর উপজেলা দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow