ফরিদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী তথ্য মেলা

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 21, 2024 - 02:09
 0  4
ফরিদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী তথ্য মেলা

ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। শহরের অম্বিকা ময়দানে আজ বুধবার থেকে উক্ত মেলা শুরু হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন,সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা । ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ‌ অতিরিক্ত পুলিশ সুপার  ইমদাদ হোসেন ‌,ডেপুটি সিভিল সার্জন শাহ মো: বদরুদ্দোজা, সচেতন নাগরিক কমিটি( সনাক) এর সভাপতি শিপ্রা রায় প্রমূখ।
সভায় বক্তারা বলেন তথ্যই বর্তমান যুগের শক্তি৷ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য গ্রহীতা ও তথ্য দাতা উভয়কেই সচেতন হতে হবে৷ কোন সরকারি প্রতিষ্ঠানে যাতে তথ্য গ্রহণে সাধারণ নাগরিকদেরকে ভোগান্তির মধ্যে ফেলতে না পারে এজন্য তথ্য অধিকার আইন জানা এবং সিটিজেন চার্টার সম্পর্কে জানার আহবান জানান৷ তথ্য দাতা এবং গ্রহীতা উভয়ের পারস্পারিক সহযোগীতায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে  দুর্নীতি দূর করাও অসম্ভব হবে না৷
বক্তারা আরো বলেন   সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবায় মনোনিবেশ করার আহবান জানান, যাতে সরকারি অফিসের বিরুদ্ধে যেসব দুর্নাম আছে সেসব দূর করে জনগণের মাঝে আস্থা ফেরানো যায়৷ 
২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়৷ এর আগে ‌ ফিতা কেটে ‌ উক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী ‌ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন। এ সময় ‌ মেলায় অংশগ্রহণকারী ‌ স্টল ‌ মালিকরা ছাড়াও ‌ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ  এনজিও সংগঠনের ব্যক্তিবর্গ ‌ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
আগামীকাল বৃহস্পতিবার ‌ দিনে গণশুনানি অনুষ্ঠিত হবে, যেখানে সরকারি ৩টি প্রতিষ্ঠান ( ভূমি অফিস, সিভিল সার্জন অফিস ও পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিস)  সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন৷
 এছাড়া মেলা আজ বুধবার   ও আগামীকাল  বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ২৬টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল অংশগ্রহণ করেছে। স্টল গুলিতে বিভিন্ন সরকারি বেসরকারি ‌ প্রতিষ্ঠান তাদের ‌ কর্মকাণ্ড ‌ এবং সেবা  জনগণের কাছে তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow