ফরিদপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা।

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 16, 2024 - 14:10
 0  11
ফরিদপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা।

ফরিদপুরে ধর্মীয় উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ‌ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয়  উৎসব ‌ বাসন্তী পূজা।
এ উপলক্ষে নীলটুলি সার্বজনীন পূজা মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে  তৃতীয় দিন আজ অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়।
 ‌এ উপলক্ষে সকালে অষ্টম পূজা,  এরপর অঞ্জলি, এবং পরবর্তীতে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে সন্ধিপূজা ও রাতে আরতি অনুষ্ঠিত হবে ‌বলে জানা গেছে এদিকে পূজা চলা কালে ভক্তবৃন্দের অনেক ভিড় মন্দিরে লক্ষ্য করা গেছে। আগামী বৃহস্পতিবার বিজয় দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ পূজা সমাপ্ত ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow