ফরিদপুরে শ্যামা পূজায় মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 1, 2024 - 23:04
 0  2
ফরিদপুরে শ্যামা পূজায় মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় 

ফরিদপুরে শ্যামা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের  ভিড় লক্ষ্য করে গেছে। এসব মন্দিরে প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে শহরের শিংপাড়ায় শিশু কিশোরদের মধ্যে নাচ ও  শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, আলিপুরের বান্ধব পল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সংবাদ লেখা পর্যন্ত ‌ অনুষ্ঠানটি চলছিল। এর আগে বিকেল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দ পূজা উদযাপন করতে বেরিয়ে পড়েন। কখনো বা একা কখনো পরিবারসহ তাদের মন্দিরে উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিভিন্ন বয়সী দর্শনার্থী পূজা মন্দির গুলোতে অংশগ্রহণ করেন। 

তবে সন্ধ্যার পর থেকেই ভীড় বাড়তে থাকে। ফরিদপুরের ‌ স্বর্ণপট্টির গোয়ালচামট, শোভারামপুর, আলিপুরের বান্ধব পল্লী সহ বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে। এসব মন্দিরে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। 
আগামীকাল শনিবার  বিভিন্ন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে। 
 অন্যদিকে শহরের আলিপুরের বান্ধব পল্লীতে এবং গোয়ালচামটের  শিংপাড়া পূজা মন্দিরে আগামীকাল রেফেল ড্র অনুষ্ঠিত হবে। এদুটো মন্দিরেই আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে বলে জানা গেছে। 
এ সংবাদ লেখা পর্যন্ত শহরের বিভিন্ন মন্দিরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তারা প্রতিমা দেখছেন প্রসাদ নিচ্ছেন এবং সেলফি করে সময় কাটাচ্ছেন। 
তবে এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শহরে পূজা মন্দির গুলোতে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দের আগমনে চমৎকার একটা পরিবেশের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বেশ কিছু ব্যতিক্রমধর্মী মন্দিরে শ্যামা পূজা উদযাপন করার দৃশ্য দেখা গেছে শহরের পূর্ব খাবাসপুর সোলার তৈরি ‌ শ্যামা পূজা এর ডিসপ্লে, তাছাড়া ‌ শহরের গৌড় গোপাল আঙিনায় দেয়ালে বিভিন্ন দেব দেবতার প্রতিকৃতি, বাগানবাড়িতে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি, বান্ধব পল্লীতে  ব্যতিক্রমধর্মী মঞ্চ তৈরিতে দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow