ফরিদপুরে শ্রী অঙ্গন মার্কেটে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 10, 2025 - 12:35
 0  3
ফরিদপুরে শ্রী অঙ্গন মার্কেটে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ফরিদপুর শহরের শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের এক ব্যবসায়ীর দোকানে হামলা, মূর্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা জানান, গত ২৩ মার্চ ‘অমর বন্ধু গ্রন্থ ভান্ডার’ নামের একটি দোকানে কথাকাটাকাটির একপর্যায়ে অনুপম মন্ডল নামের এক হিন্দু যুবক ও তার সহযোগীরা হামলা চালান। এ সময় দোকানে থাকা বিভিন্ন মূর্তি, ছবি ইত্যাদি ভাঙচুর করা হয় এবং নগদ ১৮ হাজার টাকা লুটে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী গোপাল মজুমদার, কোমল বিশ্বাস, ভাস্কর ভৌমিক, বানসা চক্রবর্তী, পড়াশর বন্ধু ব্রহ্মচারী ও উত্তম শীল প্রমুখ। তারা দোকানে হামলার ঘটনাকে ধর্মীয় সহিষ্ণুতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শ্রী অঙ্গন মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow