ফরিদপুরে শ্রীমা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালিত
ফরিদপুরে শ্রীমা সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার শহরের চর কমলাপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলা রতি , বৈদিক মন্ত্র ও স্তব গান, বিশেষ পূজা ও হোম , স্তব ধ্যান ও পাট, মাতৃ পূজা, সকাল সাড়ে দশটায় শ্রী শ্রী মায়ের গীতি আলেখ্য, এরপর প্রসাদ বিতরণ , গীতি নাট্য , কালী কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?