ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 12, 2024 - 17:25
 0  3
ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত 

ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ‌সকালে ‌ফরিদপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার উদ্যোগে সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক বদরুত জামান বদুর সভাপতিত্বে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার  আল মামুন এর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাকে নিজ-কর্মস্থলে পুনর্বহালের  দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি‌ পালিত হয়৷
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনশী ইশারত যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক খান,যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিয়া, সদরপুর উপজেলা নায়েবে আমির আবু বকর সিদ্দিকসহ প্রমুখ। 
 উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী ‌ অফিসার আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তারা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পুনরায় বহাল রাখার দাবী জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow