ফরিদপুরে সাংবাদিক মনিরের পিতার মৃত্যু
ফরিদপুরে জিটিভির সাংবাদিক শেখ মনির হোসেনের পিতা শেখ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে শনিবার ভোর পাঁচটার দিকে ফরিদপুর সদরের বিল মামুদপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ পরিবারে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পুত্র ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও জি টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন জানান, বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল থেকে শরীর আরো বেশি খারাপ হয়ে পড়ে। শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
মনির জানান, বাদ জোহর চরকমলাপুর জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বায়তুল আমান আরামবাগ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
ব্যক্তি জীবনে আনোয়ার হোসেন ফ্যামিলি প্লানিং এ চাকুরি করতেন। অবসরে গিয়ে ডায়াগনস্টিক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
What's Your Reaction?