ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ,ফরিদপুরের প্রথিতযশা ব্যক্তিত্ব মোহন মিয়ার নাতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবন ইউসুফের ভাতিজা এবং সাব্বির ইউসুফের পুত্র ফারিয়ান ইউসুফ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের ময়েজ মঞ্জিলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জনগণের এবং মুসলিম জাহানের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিলের পেশ ইমাম মাওলানা কবির হোসেন।
What's Your Reaction?