ফরিদপুরে সাধারন ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
Oct 6, 2024 - 23:29
 0  9
ফরিদপুরে সাধারন ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে ‌ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচিতে  মধুখালী প্রেসক্লাবের সদস্য, মোহাম্মদ ইমরান শরীফ,মাওলানা মোঃ আব্দুর রউফ, দরবার এ খালেকিয়া চর টেপুরা কান্দী নর্থ  চ্যানেল ইউপি ফরিদপুর সদরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, ইমাম ও খতিব হাটখোলা জামে মসজিদ, মাওলানা জুবায়ের  বাকুন্ডা বাটপারা জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ আখতার  হোসেন বুখারী, ইমাম ও খতিব  গোয়ালচামট মোল্লাবাড়ি জামে মসজিদ, আবু নাসির আল খুজাইমি, পরিচালক ইসলামী গবেষণা একাডেমি বাংলাদেশ।
সভায় বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ ( সা) কে নিয়ে কোনরকম কটুক্তি সহ্য করা হবে না। যদি এর বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে সকল বিষয়ে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।  এছাড়া আল কোরআনের অবমাননা সহ্য করা হবে না।   সভায়  বক্তারা ‌ বলেন  বিশ্বের মুসলিমদের এক হবার আহ্বান জানান। এছাড়া মুসলিম উম্মার ‌শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় ।
এর আগে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষ ‌,ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় ‌।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow