ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন তৌফিক-ই- ইলাহী চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 3, 2024 - 18:51
 0  28
ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন তৌফিক-ই- ইলাহী চৌধুরী

ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম।

শনিবার সকালে সদরের গেরদা ইউনিয়নের পশরা গ্রামে গার্মেন্ট কর্মীদের জন্য প্রশিক্ষন প্রদান শেষে দক্ষ জনশক্তি তৈরিতে এ প্রশিক্ষন সেন্টার উদ্বোধন করা হলো।

হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের উদ্যোগে স্বল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিত নারী ও পুরুষদের এখানে প্রশিক্ষন প্রদান করে দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকুরীর নিশ্চয়তা দেওয়া হচ্ছে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধন করে প্রধান অতিথি। এর তিনিসহ সকল অতিথিবৃন্দ প্রশিক্ষন সেন্টার পরিদর্শন করেন। 
পরে সেখানে হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের এমপি ও হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেব নাথ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।
সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম তার বক্তব্যে বলেন, শত প্রতিকূলতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত সংসদ নির্বাচন এটা প্রধানমন্ত্রীর চ্যালেন্জ ছিল। দেশী বিদেশী চক্রান্তকারীরা যড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। তার জ্বলন্ত প্রমান ফরিদপুরের নির্বাচন। ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করছে। ফরিদপুরের এই গ্রামে হা-মীম গ্রুপের ট্রেনিং সেন্টার থেকে দক্ষ জনশক্তি দেশে ও বিদেশে কাজ করে দেশকে উন্নত করছে। ফরিদপুরের সদর আসনের এমপি তার রাজনৈতিক প্রতিশ্রুতি রাখার প্রবনতা দেশকে উন্নত রাখার প্রধান হাতিয়ার। তিনি দেশের সকল রাজনীতিবিদের তাদের অঙ্গিকার রাখার জন্য অনুরোধ করেন। এতে সরকারের কাজ সহজ হবে দেশের জনগনের হৃদয় জয় করতে পারবে।
ফরিদপুর-৩ আসনের এমপি ও হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ বলেন, আমার নির্বাচনের প্রতিশ্রুতি পূরনে দক্ষ জনশক্তি তৈরিতে গেরদার পশরা গ্রামে ট্রেনিং সেন্টার চালু করেছি । এখান থেকে প্রশিক্ষন শেষে চাকুরী দিয়ে তাদের গার্মেন্টসে পাঠানো হবে। এখানে বিনামূল্যে ট্রেনিং করানো হবে। হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ সহ দেশের বিভিন্ন গার্মেন্সে চাকরি দেওয়া হবে। সেই সাথে টেকনিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষন দিয়ে এসকল প্রতিষ্ঠানে চাকরী দেওয়া হবে।
এসময় মঞ্চে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ, শারমিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন, ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ সোয়েবুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী কবি কন্যা আসমা জসীম উদ্দীন তৌফিক, এ এফ মুজিবর রহমান প্রতিনিধি লোনা টি রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য শহিদুল ইসলাম নিরু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম খন্দকার লেভী, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, গেরদা যুবলীগের সভাপতি রিয়াদ মিয়া, জাসদ মিয়া প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow