ফরিদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারী বিষয়ক সংস্কার কমিটির কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা বাতিলসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজ শেষে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি আল্লামা শাহ আকরাম আলী। বক্তব্য দেন জেলা কার্যকরী সভাপতি শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, সহসভাপতি মুফতি শারাফাত হোসাইন, মাওলানা মনসুর আহমাদ, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা সুবহান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, মাওলানা কবির হোসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতি মাহমুদুর রহমান ও মুফতি মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, নারী বিষয়ক কমিশনের প্রস্তাবিত সংস্কার কুরআন-সুন্নাহর পরিপন্থী। অবিলম্বে প্রফেসর ড. ইউনুস সরকারের নেতৃত্বাধীন প্রস্তাবনা বাতিল করতে হবে। পাশাপাশি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিল, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধ এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর ও ২০২৪ সালের ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






