ফরিদপুরে হেল্পারসহ রাজমহল পরিবহনের বাস উধাও

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 15, 2025 - 16:27
 0  2
ফরিদপুরে হেল্পারসহ রাজমহল পরিবহনের বাস উধাও

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ রাজমহল পরিবহনের একটি বাস উধাও হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বাসটির কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছেন মালিকপক্ষ।

জানা গেছে, রোববার (১৩ এপ্রিল) রাতে যাত্রী পরিবহন শেষে রাজমহল পরিবহনের বাসটি স্ট্যান্ডে পার্ক করে যান চালক। সে সময় হেলপার রাজু বাসেই অবস্থান করছিলেন।

জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, বাসটি যথারীতি নির্ধারিত স্থানে রাখা হয়। তবে পরদিন সকালে চালক এসে দেখতে পান, বাসটি স্ট্যান্ডে নেই এবং হেলপার রাজুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হলে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বাস ও হেলপার নিখোঁজ হওয়ার বিষয়ে তারা অবগত হয়েছেন। প্রাথমিকভাবে মালিকপক্ষ নিজেরাই খোঁজাখুঁজি করছে। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাস ও হেলপার রাজুর হঠাৎ উধাও হওয়ায় এটি চুরি, আত্মগোপন না কি অন্য কোনো ঘটনার অংশ—তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা গুঞ্জন চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow