ফরিদপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সজীব শেখ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের আলীপুর এলাকা থেকে হেরোইন সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সজীব শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহবার মন্ডলপাড়া নামক এলাকার মো. লাল মিয়া শেখের ছেলে।
হেরোইন সহ ওই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন সহ সজীব নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক
মো. আতাউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।
What's Your Reaction?