ফরিদপুরে ১৪০ টাকায় কনস্টেবল পদে ৫৬ জনের স্বপ্নপূরণ
ফরিদপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করেছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। ফলাফল পেয়ে প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং তারা বলেন, বিশ্বাস করতে পারছি না, টাকা ছাড়াই পুলিশে চাকুরী পেয়েছি। অশ্রুশিক্ত নয়নে অনেকের কান্না উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
চাকুরী পাওয়া মো. লিমন হোসেন লাবুর বাবা মো. বিলায়েত হোসেন লিটন বলেন, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমার ছেলের চাকুরী হয়েছে। এজন্য আমি পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরোও বলেন, আবেদনে ১৪০ টাকা খরচ হয়েছিলো এর বাইরে আর কোন অর্থ খরচ করতে হয়নি।
এবিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর -২০২৪ এর ফরিদপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশিত হয়েছে। তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। উত্তীর্ণরা আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে এই প্রত্যাশা রাখি।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ফরিদপুর জেলা হতে মোট ৫৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ৬ জন এবং পুরুষ সদস্য ৫০ জন রয়েছে। এছাড়াও ৬ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে।
What's Your Reaction?