ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 25, 2025 - 21:28
 0  2
ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীসহ মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার পটভূমি ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ভারত-পাকিস্তান বিভক্তির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ বৈষম্যের শিকার হচ্ছিল। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে শোষিত হতে হতে এদেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে নামে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ইতিহাসের অন্যতম বর্বর হত্যাযজ্ঞ চালায়, যা "অপারেশন সার্চলাইট" নামে পরিচিত।

বক্তারা বলেন, ২৫ মার্চের এই বিভীষিকাময় রাত থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গুম-খুনহীন ও অর্থপাচারমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সকল স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow